Posts

Image
  দেবতা কখনও ভিন্ন হয় না। মন্ত্রের অর্থ হইল মনকে ত্রাণ করা। যতক্ষণ মন থাকে ততক্ষণ ভিন্ন ভিন্ন উপাস্য দেবতা থাকে, ভিন্ন ভিন্ন সম্প্রদায় থাকে। মনের ত্রাণ হইলে সব এক। তখন কোন বিরোধ থাকে না। প্রশ্ন- এ জন্মে যদি কেহ পূর্বজন্মের সাধিত নাম না পেয়ে অন্য নাম পায়, তাহলে তার কি গতি হয়? উত্তর- যাওয়া আসা সার হয়। সদ্‌গুরু-দত্ত নামের শক্তি অসীম, অমোঘ। সদ্‌গুরু ধরতে জানেন, ছাড়তে জানেন না বইলাই নাম সাধনের ফলে নামে অনুরাগ জন্মে। অনুরাগ থাইকা নামে রুটি হয়, রুটি থাইকা নামে প্রেম হয়। নামে প্রেম যোগ হইলে ব্রজবাসী হইয়া যায়। আর যাতায়াত করতে হয় না। প্রশ্ন- একই নাম জন্মে জন্মে লাভ করার উপায় কি? উত্তর- গুরুর উপর পূর্ণ বিশ্বাস থাকলে উপায় গুরুই করেন। রামভাই স্মরণে চলমান অংশ ৩৯,,
Image
  শ্রীশ্রীঠাকুরের অলৌকিক কাহিনী | পর্বঃ বালকের বিস্ময় স্থান: বিক্রমপুর, বেজগাঁও, ঢাকা জেলা ঘটনার পটভূমি: সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়ের বাড়ি একসময় শ্রীশ্রীঠাকুর ছিলেন এই বাড়িতে। সতীশ গাঙ্গুলী ছিলেন ঠাকুরের একান্ত সঙ্গী। একদিন, বাড়ির এক টিনের ঘরে ছোট্ট এক বালক শ্রীঠাকুরের পাশে ঘুমিয়ে ছিল। ঘটনাটি অলৌকিক— রাত্রে হঠাৎ ঘুম ভেঙে বালকটি দেখে, শ্রীঠাকুর পদ্মাসনে বসে আছেন ঘরের টিনের চালার প্রায় ৮-১০ হাত উপর! বালক বিস্ময়ে চমকে ওঠে। কিছুক্ষণ পর শ্রীঠাকুর ধীরে ধীরে বিছানায় ফিরে আসেন এবং বালককে শান্ত করেন। বালক বিস্মিত হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করে – "ঠাকুর, এটা কীভাবে সম্ভব?" ঠাকুর মৃদু হেসে বলেন – "এ তো হতেই পারে। এ রকম বহু ঘটনা বহু স্থানে হয়েছে।" এ যেন এক অলৌকিক সত্যের সামান্য ঝলক, যা শ্রীঠাকুরের জীবনের গভীরতার পরিচয় বহন করে।
  যার যা প্রাপ্য তাকে তা সম্পূর্ন ভাবে মিটিয়ে দিবেন আগে । পরে থাকলে খাবেন , না থাকলে শুকুবেন । এই কথাটা যেন সারা জীবনে কখনও না ভুলেন । : - - শ্রীশ্রী রামঠাকুর । জয় গুরু জয় রাম । জয় গোবিন্দ । আহার শেষে মুখ ধুয়ে ওরা রাস্তায় গিয়েছিলেন ধূমপান করতে । ফিরে এসে দেখলেন ঠাকুরমহাশয় স্বহস্তে শয্যা প্রস্তুত করে রেখেছেন এবং ঠাকুরমহাশয় বসে আছেন অন্য একটি শয্যার উপরে । সাতজন এসে বসলেন শ্রীঠাকুরের কাছে এবং মন দিয়ে শুনলেন ঠাকুরের কয়েকটা কথা । শ্রীশ্রীরামঠাকুর বলেছেন , যতদিন পৃথিবীতে থাকবেন কাহাকেও এক কপর্দকও ব ঞ্চনা করবেন না । যার যা প্রাপ্য তাকে তা সম্পূর্ণ ভাবে মিটিয়ে দিবেন আগে । পরে থাকলে খাবেন , না থাকলে শুকুবেন -- সেটা বেদনার নয় , সেটা পরম সুখের সোপান । বঞ্চনা করলে এই জন্মে না হোক পরবর্ত্তী জন্ম - জন্মান্তরেও সেই বঞ্চিত অর্থ চক্রবৃদ্ধি সুদে আসলকে অনেক গুন ছাড়িয়ে যাবে । ঋণ শোধের জন্য আসা-যাওয়া থাকবে অব্যাহত । বরং নিজে বঞ্চিত হওয়া অনেক ভালো অন্যকে বঞ্চিত করার চেয়ে । এই কথাটা যেন সারা জীবনে কখনও না ভুলেন । : - - - শ্রীশ্রীরামঠাকুর । ফণীভূষণ চক্রবর্ত্তী , " শ্...
Image
  ঠাকুরের কথা (২০) ১৯২৭, ২৭শে মার্চ রাত্রি প্রায় ১১টার সময় যোগেশবাবুর সঙ্গে ঠাকুর ময়নামতি আসেন এবং আমাকে ও আমার স্ত্রী কে দীক্ষা দেন। আমার স্ত্রী ঠাকুরকে বলিলেন --- "কেমন দীক্ষা হইল---কোনও দিন দেখা হইল না কিম্বা কোন অনুষ্ঠান হইল না।" ঠাকুর বলিলেন "দীক্ষা ----দেখা, এর দেওয়া নেওয়া কিছু নাই, আপনার জিনিষ আপনাকে জানাইয়া দেওয়া" আমার স্ত্রী জিজ্ঞাসা করিলেন "দক্ষিণা দিতে হইবে না?" ঠাকুর বলিলেন "হাঁ"। স্ত্রী আমাকে জিজ্ঞাসা করিলেন, কত দেব। আমি বলিলাম "ওঁকেই জিজ্ঞাসা কর"। জিজ্ঞাসা করিতে ঠাকুর বলিলেন " কামনা বাসনা গুরুকে দক্ষিণা দিতে হয়।" আমার তখন মনে হইল ইনি পয়সার কাঙাল নন। জয় রাম " শ্রীশ্রীরামচন্দ্র স্মৃতি কথা" ---রাঁজেন্দ্র লাল বন্দ্যোপাধ্যায়
  ঠাকুর মহাশয় রূপাের টাকা দুইটি তুলে নিয়ে একটু বাজাতেন, আর সঙ্গে সঙ্গে বলতেন, " জয় গােবিন্দ" , " জয় গােবিন্দ"। জয় গুরু ।। গুরু কৃপাহি কেবলম্ ৷৷ এটা হচ্ছে বিশ দশকের শেষের দিকের ঘটনা। চঞ্চল হয়ে উঠেছিল কলিকাতার আশ্রিত মহল। এতদিন সকলেই দেখে এসেছেন অর্থের উপর অনুমাত্র আসক্তি ঠাকুর মহাশয়ের নেই। তাহাকে প্রণাম করে প্রণামী দেওয়ার রেওয়াজ কোনদিনই ছিল না। কদাচিৎ কিঞ্চিৎ প্রণামী যদি কেউ দিতেন , ঠাকুর মহাশয় রূপাের টাকা দুইটি তুলে নিয়ে একটু বাজাতেন, আর সঙ্গে সঙ্গে বলতেন, " জয় গােবিন্দ " , " জয় গােবিন্দ " । পরে টাকা দুইটি বালিশের তলায় রেখে দিতেন , অপেক্ষা করতেন কোন দুঃস্থের আগমনের জন্য। সে রকম কেউ আসার সঙ্গে সঙ্গে বালিশের তলা থেকে টাকা দুইটি নিয়ে তার হাতে তুলে দিতেন। সকালবেলা হলে বলতেন, মাছ কিনে নিয়ে বাড়ির সকলের সঙ্গে ভাল করে যেন আহার করেন, আর বৈকাল হলে বলতেন, মিষ্টি কিনে ছেলে-মেয়েদের খাওয়াতে। ঠাকুর মহাশয়ের দীর্ঘকাল অতিবাহিত হতাে এক বস্ত্রে। কখন সখন যদি কেহ তাহাকে একখানা নূতন। বস্ত্র দিতেন , তিনি শয্যার এক পার্শ্বে সযত্নে তা তুলে রাখতেন। আর অ...
  🥕 Vegetables Name | English Vocabulary 🥦 📚 শেখা হোক মজার ছলে! 🎉 আপনার ছোট্ট সোনামণিদের জন্য এনেছি সবজির নাম শেখার এক চমৎকার ভিডিও — 👉 রঙিন ছবি, স্পষ্ট উচ্চারণ, এবং মজাদার উপস্থাপনা সহ! 🎥 দেখুন ভিডিওটি এখান থেকে: 🔗 https://youtu.be/LGT0a2vfz-Y?si=0wwW4uRzILznXSY3 📌 এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শিশুদের শেখার আনন্দ আরও বাড়াতে — ✅ Easy Vocabulary ✅ Visual Learning ✅ Fun for Kids 🔔 দয়া করে চ্যানেলটি Subscribe করুন, 👍 ভিডিওটি Like দিন এবং 📤 বন্ধুদের সঙ্গে Share করুন। 👶 Let's make learning fun for our kids! #EnglishVocabulary #Vegetables #VegetablesForKids #KidZone #LearningIsFun #KidsEducation
  🌺 ভগবৎ সেবাই মুক্তির পথ 🌺 📿 শ্রীশ্রী রামঠাকুরের পবিত্র বাণী 📿 বেদবাণী - তৃতীয় খণ্ড | পত্রাংশ ৪৬ প্রভুর বাক্য হৃদয়ে ধারণ করলে জীবনের সত্যপথ উন্মোচিত হয়। এসো, আমরা শোনি শ্রীশ্রী রামঠাকুর এর এই অলৌকিক বাণী, যা আমাদের আত্মার পথপ্রদর্শক। 👉 দেখুন এই অনুপ্রেরণাদায়ক ভিডিওটি: 🔗 https://youtu.be/9Mn5bkXYepQ?si=ZSrenYPp5ICJG7MZ 🙏 আপনার প্রতি বিনীত অনুরোধ – 🎥 ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন 👍 লাইক দিন 📣 শেয়ার করুন 🔔 এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন , যাতে ভবিষ্যতের সব পবিত্র বাণী আপনি সহজেই পেতে পারেন। ভগবৎ সেবাই আসল সেবা – রাম নাম করো, জীবনের আলো জ্বালো 🌼 #Ramthakur #BedBani #SpiritualQuotes #ভক্তিবাণী #SanatanDharma #SriSriRamthakur #bhakti #moksha