দেবতা কখনও ভিন্ন হয় না। মন্ত্রের অর্থ হইল মনকে ত্রাণ করা। যতক্ষণ মন থাকে ততক্ষণ ভিন্ন ভিন্ন উপাস্য দেবতা থাকে, ভিন্ন ভিন্ন সম্প্রদায় থাকে। মনের ত্রাণ হইলে সব এক। তখন কোন বিরোধ থাকে না।
প্রশ্ন- এ জন্মে যদি কেহ পূর্বজন্মের সাধিত নাম না পেয়ে অন্য নাম পায়, তাহলে তার কি গতি হয়?
উত্তর- যাওয়া আসা সার হয়। সদ্গুরু-দত্ত নামের শক্তি অসীম, অমোঘ। সদ্গুরু ধরতে জানেন, ছাড়তে জানেন না বইলাই নাম সাধনের ফলে নামে অনুরাগ জন্মে। অনুরাগ থাইকা নামে রুটি হয়, রুটি থাইকা নামে প্রেম হয়। নামে প্রেম যোগ হইলে ব্রজবাসী হইয়া যায়। আর যাতায়াত করতে হয় না।
প্রশ্ন- একই নাম জন্মে জন্মে লাভ করার উপায় কি?
উত্তর- গুরুর উপর পূর্ণ বিশ্বাস থাকলে উপায় গুরুই করেন।
রামভাই স্মরণে
চলমান অংশ ৩৯,,
Comments
Post a Comment