

১৯২৭, ২৭শে মার্চ রাত্রি প্রায় ১১টার সময় যোগেশবাবুর সঙ্গে ঠাকুর ময়নামতি আসেন এবং আমাকে ও আমার স্ত্রী কে দীক্ষা দেন। আমার স্ত্রী ঠাকুরকে বলিলেন --- "কেমন দীক্ষা হইল---কোনও দিন দেখা হইল না কিম্বা কোন অনুষ্ঠান হইল না।" ঠাকুর বলিলেন "দীক্ষা ----দেখা, এর দেওয়া নেওয়া কিছু নাই, আপনার জিনিষ আপনাকে জানাইয়া দেওয়া" আমার স্ত্রী জিজ্ঞাসা করিলেন "দক্ষিণা দিতে হইবে না?" ঠাকুর বলিলেন "হাঁ"। স্ত্রী আমাকে জিজ্ঞাসা করিলেন, কত দেব। আমি বলিলাম "ওঁকেই জিজ্ঞাসা কর"। জিজ্ঞাসা করিতে ঠাকুর বলিলেন " কামনা বাসনা গুরুকে দক্ষিণা দিতে হয়।" আমার তখন মনে হইল ইনি পয়সার কাঙাল নন।
জয় রাম 



" শ্রীশ্রীরামচন্দ্র স্মৃতি কথা" ---রাঁজেন্দ্র লাল বন্দ্যোপাধ্যায়
Comments
Post a Comment