🌺 শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী – প্রথম খণ্ড 📜 পত্রাংশ নং: (৬)
🌺 শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী – প্রথম খণ্ড 📜 পত্রাংশ নং: (৬) 🔖 "সকল ভার দিয়া প্রারব্ধ চর্য্যায় ব্রতী থাকিলে গুরুই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করেন।" 🌼 মর্মার্থ: যদি আমরা জীবনকে ঈশ্বরচিন্তায় সমর্পণ করি, নিজের সব দায়িত্ব, দুঃখ-সুখ, সংশয় ও আশা তাঁর হাতে তুলে দিই — তবে গুরুদেবই আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন। তিনি আমাদের শক্তি, পথপ্রদর্শক ও ত্রাতা। 🕉️ তাঁর প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণই পরিত্রাণের পথ। ভরসা করো, সঁপে দাও নিজেকে — গুরুই পথ দেখাবেন। 📿 জয় শ্রীশ্রী রামঠাকুর 🙏 ভক্তির পথে থাকুন, শান্তি অনুভব করুন। ✅ Suggested Hashtags: #SriSriRamThakur #RamThakurVedavani #SpiritualWisdom #GuruKripa #BhaktiPath #RamThakurKotha #JoyRamThakur #GurudevQuotes #Saranagati #SanatanDharma