



একদিন, বাড়ির এক টিনের ঘরে ছোট্ট এক বালক শ্রীঠাকুরের পাশে ঘুমিয়ে ছিল।

রাত্রে হঠাৎ ঘুম ভেঙে বালকটি দেখে, শ্রীঠাকুর পদ্মাসনে বসে আছেন ঘরের টিনের চালার প্রায় ৮-১০ হাত উপর!
বালক বিস্ময়ে চমকে ওঠে। কিছুক্ষণ পর শ্রীঠাকুর ধীরে ধীরে বিছানায় ফিরে আসেন এবং বালককে শান্ত করেন।

"ঠাকুর, এটা কীভাবে সম্ভব?"

"এ তো হতেই পারে। এ রকম বহু ঘটনা বহু স্থানে হয়েছে।"

Comments
Post a Comment