যার যা প্রাপ্য তাকে তা সম্পূর্ন ভাবে মিটিয়ে দিবেন আগে । পরে থাকলে খাবেন , না থাকলে শুকুবেন । এই কথাটা যেন সারা জীবনে কখনও না ভুলেন । : - - শ্রীশ্রী রামঠাকুর । জয় গুরু জয় রাম । জয় গোবিন্দ । আহার শেষে মুখ ধুয়ে ওরা রাস্তায় গিয়েছিলেন ধূমপান করতে । ফিরে এসে দেখলেন ঠাকুরমহাশয় স্বহস্তে শয্যা প্রস্তুত করে রেখেছেন এবং ঠাকুরমহাশয় বসে আছেন অন্য একটি শয্যার উপরে । সাতজন এসে বসলেন শ্রীঠাকুরের কাছে এবং মন দিয়ে শুনলেন ঠাকুরের কয়েকটা কথা । শ্রীশ্রীরামঠাকুর বলেছেন , যতদিন পৃথিবীতে থাকবেন কাহাকেও এক কপর্দকও ব ঞ্চনা করবেন না । যার যা প্রাপ্য তাকে তা সম্পূর্ণ ভাবে মিটিয়ে দিবেন আগে । পরে থাকলে খাবেন , না থাকলে শুকুবেন -- সেটা বেদনার নয় , সেটা পরম সুখের সোপান । বঞ্চনা করলে এই জন্মে না হোক পরবর্ত্তী জন্ম - জন্মান্তরেও সেই বঞ্চিত অর্থ চক্রবৃদ্ধি সুদে আসলকে অনেক গুন ছাড়িয়ে যাবে । ঋণ শোধের জন্য আসা-যাওয়া থাকবে অব্যাহত । বরং নিজে বঞ্চিত হওয়া অনেক ভালো অন্যকে বঞ্চিত করার চেয়ে । এই কথাটা যেন সারা জীবনে কখনও না ভুলেন । : - - - শ্রীশ্রীরামঠাকুর । ফণীভূষণ চক্রবর্ত্তী , " শ্...
Comments
Post a Comment