🌼 শ্রীশ্রীঠাকুরের অলৌকিক কাহিনী | পর্বঃ বালকের বিস্ময় 🌼
📍 স্থান: বিক্রমপুর, বেজগাঁও, ঢাকা জেলা
🏡 ঘটনার পটভূমি: সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়ের বাড়ি
একসময় শ্রীশ্রীঠাকুর ছিলেন এই বাড়িতে। সতীশ গাঙ্গুলী ছিলেন ঠাকুরের একান্ত সঙ্গী।
একদিন, বাড়ির এক টিনের ঘরে ছোট্ট এক বালক শ্রীঠাকুরের পাশে ঘুমিয়ে ছিল।
🕯️ ঘটনাটি অলৌকিক—
রাত্রে হঠাৎ ঘুম ভেঙে বালকটি দেখে, শ্রীঠাকুর পদ্মাসনে বসে আছেন ঘরের টিনের চালার প্রায় ৮-১০ হাত উপর!
বালক বিস্ময়ে চমকে ওঠে। কিছুক্ষণ পর শ্রীঠাকুর ধীরে ধীরে বিছানায় ফিরে আসেন এবং বালককে শান্ত করেন।
❓ বালক বিস্মিত হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করে –
"ঠাকুর, এটা কীভাবে সম্ভব?"
🙏 ঠাকুর মৃদু হেসে বলেন –
"এ তো হতেই পারে। এ রকম বহু ঘটনা বহু স্থানে হয়েছে।"
🕉️ এ যেন এক অলৌকিক সত্যের সামান্য ঝলক, যা শ্রীঠাকুরের জীবনের গভীরতার পরিচয় বহন করে।

Comments

Popular posts from this blog

🌺 শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী – প্রথম খণ্ড 📜 পত্রাংশ নং: (৬)